চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ (সিপিসি ১) দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

0 ৩৩৯
ফয়সাল আজম অপু : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি,  ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ  মাদকসেবীদের গ্রেফতার এবং বিভিন্ন আর্থ সামাজিক কাজে বিশেষ অবদান রেখে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর তত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন দারিয়াপুর ঈদগাহ মাঠে শনিবার (১৪ জানুয়ারী) সকাল ১১ টার সময় দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র কম্বল বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে র‌্যাব-৫, রাজশাহীর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার, কমান্ডার আরাফাত ইসলাম, কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর উপস্থিতিতে ৫০০ জন দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com