
মঙ্গলবার (৮ আগস্ট ) রাতে পাঠানা প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সামবার গভীর রাতে পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর নির্দশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মা. রোকনুজ্জামান সরকার ও ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের তত্ত্বাবধনে হাতাপাড়া গ্রামে অভিযান চালিয়ে কুমিল্লা থেকে ছেড়ে আসা মিনি পিক আপ তল্লাশী করে হলুদ ও মরিচের বস্তার ভিতর থেকে ৩৬ কজি গাঁজা, হলুদ মরিচ ভাঙ্গার একটি মশিন, একটি স্যালোমশিন, একটি মাবাইল ও মাদক বহনকারীসহ অন্যান্য সরঞ্জমাদি উদ্ধার করে এবং উক্ত চার জনকে হাতেনাতে আটক করে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়াজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানা পুলিশের সহায়তায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।