চাকরি হারানো নারীকে ফোনে যা বললেন বাইডেন

0 ৩৯৭

হোয়াইট হাউসের মসনদে আরোহনের পর থেকেই সাধারণ মার্কিন নাগরিকদের সঙ্গে কথা বলা শুরু করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল শনিবার করোনাকালীন চাকরি হারানো এক নারীকে ফোন করে এ কার্যক্রম শুরু করেন তিনি। এতে করেই নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থানে তাঁর প্রচেষ্টার বিষয়টি সামনে এনেছেন বাইডেন।

করোনকালীন ওয়াশিংটনের ওভাল অফিস থেকে বাইডেন বাইডেন টেলিফোনে ক্যালিফোর্নিয়ার রোজভিলে থাকা মিশেল নামের ওই নারীর সঙ্গে কথা বলেছেন। সেই নারী মহামারির কারণে অর্থনৈতিক সংকটের জন্য চাকরি খুইয়েছিলেন। তিনি লিখিতভাবে তার কষ্ট, সংগ্রাম ও চাকুরি খোঁজার কথা বাইডেনের কাছে তুলে ধরেন।

হোয়াইট হাউস থেকে পোস্ট করা তাদের ফোনালাপের ভিডিওতে দেখা গেছে, বাইডেন মিশেলকে বলছেন- ‘আমার বাবা প্রায়ই বলতেন, চেকের চেয়ে একটি চাকরি খুবই মূল্যবান। কারণ এর সঙ্গে আপনার মর্যাদা, সম্মান ও সমাজে আপনার অবস্থান সম্পৃক্ত।’

ফোনালাপে মিশেল বলেন- ‘আমরা ভীষণ আনন্দিত। এসব বিষয়ে নজর দেয়ার জন্য আমরা আপনার মতো একজনকে পেয়েছি।’

এসময় বাইডেন মহামারি সংকট মোকাবিলায় তাঁর সরকারের ১.৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের কথাও তুলে ধরেন।

মার্কিন নাগরিকদের সঙ্গে সরাসরি ও নিয়মিত যোগাযোগ স্থাপনে বাইডেনের জন্য একটি নতুন প্রচেষ্টা বলেও জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন পাসাকি।

Leave A Reply

Your email address will not be published.