চাকিংয়ের অভিযোগে ফের নিষিদ্ধ হাফিজ!
স্পোর্টস ডেস্ক: আবারও নিষিদ্ধ হলেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। চাকিংয়ের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এর আগে কয়েকবার নিষিদ্ধ হয়েছেন তিনি। ফের নিষিদ্ধ হলেন এ ক্রিকেটার। তবে এবার জাতীয় দল থেকে নয়, তাকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।ব্রেকিংনিউজ
ঘটনার সূত্রপাত গত ৩০ আগস্টে। সেদিন মিডলসেক্সের হয়ে টনটনে সমারসেটের বিপক্ষে খেলেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। ভাইটালিটি ব্লাস্ট টুর্নামেন্টে প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের বদলি হিসেবে তাকে দলে নিয়েছিল মিডলসেক্স।
সেই ম্যাচে হাফিজের বোলিং একশন সন্দেহজনক বলে রিপোর্ট করেন আম্পায়ার। পরে লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং একশনের পরীক্ষা দেন। বোলিং ডেলিভারি একশনে কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁক নেয়ায় পরীক্ষায় অকৃতকার্য হন তিনি।
গতকাল (২৪ ডিসেম্বর) লর্ডসে শুনানির পর মোহাম্মদ হাফিজকে নিষিদ্ধের ঘোষণা দেয় ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট। তবে একবারে ক্রিকেট থেকে নিষিদ্ধ হচ্ছেন না তিনি। একশন শুধরে আবার বল করতে পারবেন এই পাকিস্তানি ক্রিকেটার।