চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের ইস্কান্দার আলী গং একই গ্রামের আঃ মজিদ গং’র ভোগদখলীয় জমিতে ফসলের আবাদে বাঁধা দেওয়াসহ জোরপূর্বক জমি জবরদখলের অপচেষ্টা করছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। একই সাথে তারা হাঙ্গামা সৃষ্টিসহ মিথ্যে মামলা-মোকদ্দমা দায়ের করে আঃ মজিদের পরিবারকে হয়রানীও করছে বলে অভিযোগ।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ইস্কান্দার আলী গং জমি জবরদখল করতে গেলে আঃ মজিদ গং বাধা দেয়। কিন্তু ইস্কান্দার গং দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে তাড়া করে। পরে আঃ মজিদ থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের আক্কাস আলী মোল্লার ছেলে মোঃ কেসমত আলী (৩৫),আকবর আলী মোল্লার ছেলে মোঃ বজলুর রহমান (৪০) ও ইমান আলীর ছেলে আমজাদ হোসেন (৩৭)।