চারঘাটে আগুনে ঘরবাড়ি পুড়িয়ে যাওয়া ইমরান আলীকে এক বান্ডিল টেউটিন প্রদান

0 ১৩৭

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: গত ৫ মার্চ রবিবার রাত সাড়ে আটটায় উপজেলার কাকরামারি গ্রামের মৃত আকরাম আলীর ছেলে ইমরান আলীর নিজ বসতবাড়ির দুইটিঘর, রান্নাঘর, গরুর গোয়ালঘরসহ বিভিন্ন আসবারপত্র পুড়ে যাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় ও এলাকাবাসি সুত্রে জানা যায়, উপজেলার কাঁকরামারি গ্রামের মৃত আকরাম আলীর ছেলে ইমরান আলীর বাড়িতে প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যায় গরুর গোয়ালঘরে কোয়েল ধরিয়ে দেয় এবং সেখান থেকেই আগুনের সুত্রপাত হয় বলে জানালেন বাড়ির মালিক ইমরান আলী।

ঘটনার সাথে সাথে চারঘাট ফায়ার সার্র্ভিস স্টেশন খবর দিলে ফায়ার সার্র্ভিস কর্মীরা এসে তা নিয়ন্ত্রনে সক্ষম হয়। চারঘাট ফায়ার সার্র্ভিস স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুনের শিখা নিয়ন্ত্রণ আনা হয়। মুলত গোয়ালঘরে কোয়েল ধরানোর কারনে এই ঘটনাটি ঘটে। আনুমানিক দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জনগনের সেবক হিসেবে শুক্রবার (১০ মার্চ) বিকেলে চারঘাট পৌর বিএনপির সাধারন সম্পাদক নজমুল হক কাঁকরামারি গ্রামে আগুনে ঘরবাড়ি পুড়িয়ে যাওয়া ইমরান আলীর পরিবারের খোজখবর দেন এবং তার ব্যক্তিগত তহবিল থেকে এক বান্ডিল টেউটিন প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক হাফিজুর রহমান, ৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নবী আলম, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আজমল হক,চারঘাট ইউনিয়ন যুবদল সাবেক সাধারন সম্পাদক বুলবুলসহ যুবদলের শান্ত,রমজান,দুলাল, আলমাস নেতাকর্মী।

Leave A Reply

Your email address will not be published.