পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে এক জোড়া কপত ও নাবালিকা কপতীকে আটক করে পুঠিয়া থানায় সোপর্দ্দ করেছে চারঘাট থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, তিন দিন পূর্বে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিরালদহ টোনাপাড়া গ্রামের সাত্তার আলীর লম্পট পুত্র দুই সন্তানের জনক অটোরিক্স চালক সেকেন্দার আলী (৩৫) একই উপজেলার পুঠিয়ার খলিফাপাড়া গ্রামের জৈনক ব্যাক্তি ৬ষ্ট শ্রেণীর ছাত্রী নাবালিকা (১২) কে নিয়ে পালিয়ে যায়। এরপর শনিবার দুপুরে রাজশাহী জেলার চারঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট এলাকা থেকে আটক করে এরপর পুঠিয়া থানায় খবর দিলে থানার এসআই ওয়াহাব ও তার সঙ্গীয় ফোর্স গিয়ে নিয়ে আসে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিরালদহ এলাকাবাসী জানায়, সেকেন্দার আলীর এক মেয়ে ১০ম শ্রেণীতে ও আর একটি মেয়ে অষ্টম শ্রেণীতে পড়াশুনা করে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Next Post