চারঘাটে কার্ডধারী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

0 ১৫৬

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: ২০২২-২৩ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় প্রকল্প এর আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরন সহায়তা হিসাবে পাঁচজন জেলেদের মাঝে বকনা বাছুর প্রদান করা হয়।

সোমবার সকাল দশটায় উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে ইউএনও সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

এসময় উপস্থিত চিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, উপজেলা কৃষিবিদ লুৎফুন নাহার, সরদহ ইউপি চেয়ারম্যার হাসানুজ্জামান, উপজেলা ক্ষেত্র সহকারী ফিরোজ আহম্মেদ ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

শেষে বিভিন্ন ইউনিয়নের পাঁচজন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.