চারঘাটে স্মার্ট কার্ড বিতরণ

0 ৪২২

মোঃ মোহায়মেনউল (স্বপন) চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। তবে ইতি মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৭ সালে যারা ভোটার হিসেনে ভোটার তালিকায় নাম অন্তরভূক্ত হয়েছে তারা এই দফাই স্মার্ট কার্ড পাইনি।

 

শুধুমাত্র যারা ২০১৯ সালে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন এবং স্মার্ট কার্ড প্রিন্টিং এর সময় বয়স ২০১৮ বছর হয়েছিল তারাই পাচ্ছেন স্মার্ট কার্ড এবং নিমপাড়া ইউনিয়নের মোট ০৯ টি ওয়ার্ডের ২০১৯ সালের নতুন ভোটারদের মাঝে বিতরণ করা হয় স্মার্ট কার্ড।

 

ইউনিয়ন পরিষদে ০৯ টি ওয়ার্ডকে আলাদা আলাদা ভাবে ভাগ করে একই দিনে বিতরণ করা হয় যেন কার্ড গ্রাহকরা তার কার্ড সহজে পেতে পারে।

 

এ সময় ভাটপাড়া আওয়ামীলীগের ক্রিড়া বিষায়ক সম্পাদক মোঃ মহাসিন আলী স্মার্ট কার্ড বিতরণে সহায়তা করেন।

 

Leave A Reply

Your email address will not be published.