চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: সারাদেশের ন্যায় বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্্র চারঘাট শাখার আয়োজনে রাজশাহীর চারঘাটেও পাঁচ দফা বাস্তবায়ন এর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্্র চত্তরে ৫ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্্র (বিএনএ) চারঘাট শাখার সিনিয়র স্টাফনার্স শাহানুর আক্তার এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন (বিএনএ) শাখার স্টাফনার্স মনজুয়ারা খানম, বিলকিস খাতুন, বিজরী, খোদাবক্্র সরকার ও শিরিনা খাতুন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্্র সকল স্টাফনার্সবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,সরকারী চাকুরিতে কর্মরত নার্সদের মুল বেতনের ৩০% ঝুঁকি ভাতা অনতিবিলম্বে নিশ্চিত করা,অন্যান্যটেকনিক্যাল পেশাজীবিদের ন্যায় পূর্বে প্রদানকৃত চাকুরির শুরুতে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের সুবিধা বহলে রাখতে হবে। তাই অতিশীঘ্রই আমাদের ৫ দফা দাবী বাস্তবায়নে জোর দাবী জানান।