চারঘাট( রাজশাহী) প্রতিনিধি : চারঘাট আলহাজ্ব এম এ হাদি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রদর্শক কাবিল উদ্দিন ও অফিস সহায়ক মহির উদ্দিন এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম সহ অন্যান্য সদস্য বৃন্দ, সাবেক অধ্যক্ষ শাহাজ উদ্দিন।
উক্ত দোয়া মাহফিলে মরহুম্দয়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং কলেজের পক্ষ থেকে দুই পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
উল্লেখ্য কিছুদিন পূর্বে প্রদর্শক কাবিল উদ্দিন ও অফিস সহায়ক মহির উদ্দিন অসুস্থ জনিত কারণে মৃত্যুবরণ করেন।