পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দেশের শীর্ষ ইলেক্ট্রনিক মিডিয়া স্যাটেলাইট টেলিভিশন “দুনিয়া জুড়ে বাংলার ছবি” এই প্রতিপাদ্যকে নিয়ে সম্প্রচারিত “চ্যানেল এস” টেলিভিশনের পার্বতীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন।
১২মার্চ রোববার সকাল ১০টায় পার্বতীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে “চ্যানেল এস” টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জামাল এইচ পান্না স্বাক্ষরিত নিয়োগ পত্র, আই ডি কার্ড এবং বুম, রংপুর বিভাগীয় ব্যুরো চীফ মাহফুজুল ইসলাম প্রিন্স তার হাতে তুলে দেন।
এছাড়াও তিনি রংপুর টুয়েন্টিফোর নিউজ ডটকম, উত্তর বঙ্গের প্রথম অনলাইন টেলিভিশন এমকে টেলিভিশন ডট নেটের ডেস্ক ইনচার্জ, মানবকথা ডটকম এর মফস্বল সম্পাদক, কারেন্টনিউজ ডটকম ডট বিডি, ক্রাইম নিউজ মিডিয়া টুয়েন্টিফোর ডটকম, সময়ের বার্তা ডটকম, দৈনিক ঘাঘট, জাতীয় সাপ্তাহি সচিত্র ঘটনাসহ আঞ্চলিক ও স্থানীয়সহ অসংখ্য পত্রিকায় পার্বতীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সকলের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Next Post