ছক্কা মেরে প্রথম ডাবল শতক রোহিতের

0 ৪১৬

স্পোর্টস ডেস্ক: ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে যেন ভয়ংকর হয়ে উঠেছেন ভারতীয় সহ-অধিনায়ক রোহিত শর্মা। টেস্ট ক্যারিয়ারে প্রথম দ্বিশতক তুলে নিলেন তিনি। শতকের মত দ্বিশতকও করলেন ছক্কা মেরে।

রাঁচি টেস্টের প্রথমদিনই ক্যারিয়ারে পঞ্চম শতক তুলে নেন রোহিত। সেই শতককে দ্বিশতকে রূপ দিতে গড়েন একাধিক রেকর্ড। ভারতের টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি করেন রোহিত।

বিশ্বের চতুর্থ ব্যটসম্যান হিসেবে ওয়ানডে ও টেস্টে দ্বিশতক করলেন রোহিত। চারজনের এই তালিকায় অন্যরা হলেন, শচিন টেন্ডুকার, বীরেন্দ্র শেবাগ, ক্রিস গেইল ও রোহিত শর্মা।

এই দ্বিশতকে চলতি সিরিজে স্বাগতিকদের ব্যাটসম্যানরা দ্বিশতক করলেন তিনটি। প্রথম ম্যাচে মায়াঙ্ক আগারওয়াল,দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি এবং তৃতীয় ম্যাচে এসে দুইশ রান করলেন রোহিত।

ডাবল সেঞ্চুরি পূর্ণ করা ছক্কাটি আবার রোহিতের টেস্ট ক্যারিয়ারের ৫০তম ছক্কা। সেই ছক্কার এক বল পরই আরেকটি ছক্কা হাঁকান রোহিত। ফলে চলতি সিরিজে তার ছক্কার সংখ্যা দাঁড়ায় ১৯-এ। যা এরই মধ্যে এক সিরিজে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড।

Leave A Reply

Your email address will not be published.