ছবিতে রিও অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান

0 ১,১৮৪

10593_wf9gxlp9খেলাধুলা ডেস্ক : জমপেশ উদ্বোধনী অনুষ্ঠানের পর এবার জমকালো আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো রিও অলিম্পিক। ৩১তম এই আসরে পদক তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। ৪৬ স্বর্ণ, ৩৭ রৌপ্য ও ৩৮ ব্রোঞ্জ সহ তাদের মোট পদক ১২১টি। ২৭ স্বর্ণসহ ২৩ রৌপ্য ও ১৭ ব্রোঞ্জসহ ৬৭ পদক নিয়ে ব্রিটেন দ্বিতীয় স্থানে এবং ২৬ স্বর্ণসহ ৭০ পদক নিয়ে চীন তৃতীয় স্থানে রয়েছে। চুতর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে রাশিয়া ও জার্মানি।

রাজিলের মারাকানায় প্রায় তিন ঘণ্টার জমকালো সমাপনী অনুষ্ঠান শেষে পর্দা নামলো ৩১তম এই আসরের। সোমবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টার দিকে শুরু হয় অনুষ্ঠান।

এই সমাপনী অনুষ্ঠানের কিছু দৃশ্য ব্রেকিংনিউজ পাঠকদের জন্য তুলে ধরা হল-

টোঙ্গার পিটা তাউফাতোফুয়ার একটি দৃশ্য


ছবিতে কিছুসংখ্যক শ্রুববেরি


অ্যাথলেটদের জুতোয় গ্রেট ব্রিটেনের গোল্ড মেডেল’র দৃশ্য

সমাপনী অনুষ্ঠানে কোনো টিয়া পাখিই ক্ষতিগ্রস্ত হয়নি। তার একটি দৃশ্য

মূর্তির ন্যায় নৃত্য


কোনো জিজ্ঞাসা নয়


টোকিও কর্তৃপক্ষের হাতে ২০২০ সালের অলিম্পিকের মশাল তুলে দেয়ার আগে তাদের অনুপ্রেরণাদানের একটি দৃশ্য।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সুপার মারিও হিসেবে উপস্থিতের দৃশ্য।

Leave A Reply

Your email address will not be published.