ছেলের মা হয়েছে নায়িকা মাহি

0 ২৫৫
সন্তান ও স্বামীর সঙ্গে মাহি। ছবি : ফেসবুক থেকে নেওয়া

মা হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাত ১১ টা ২০ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন মাহি।

অন্তর্জালে ছবি শেয়ার করে ভক্তদের সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী।

এর আগে রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। লিখেছেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকির সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত বছরের আগস্টে মা হতে যাচ্ছেন বলে খবর জানিয়েছিলেন মাহি নিজেই।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারকে বিয়ে করেন মাহি।

Leave A Reply

Your email address will not be published.