ছ’ বারের বর্ষসেরা বোল্ট

0 ৮৫৪

untitled-3-2খেলাধুলা ডেস্ক : অপ্রত্যাশিত হলেও এটাই সত্যি! ছ’বার আইএএএফ বর্ষসেরা অ্যাথলিটের পুরস্কার জিতলেন ‘স্প্রিন্ট কিং’ উইসেন বোল্ট৷ মহিলাদের বর্ষসেরা অ্যাথলিটের পুরস্কার জিতলেন রিও অলিম্পিকে ১০ হাজার মিটারে সোনা জয়ী ইথিওপিয়ার আলমাজ আয়ানা৷

পুরস্কার হাতে নিয়ে বোল্টের প্রতিক্রিয়া, ‘মনে হচ্ছে আমি এখন স্টেডিয়ামের মধ্যে হাঁটছি৷ প্রতিযোগিতায় নামতে সব সময়ই পছন্দ করি৷ নিজেকে সেরার সেরা করাই আমার লক্ষ্য থাকে৷’ আগামী বছরেই ট্র্যাক থেকে সরে দাঁড়াবেন বিশ্বখ্যাত এই জামাইক্যান স্প্রিন্টার৷ এর আগে ২০০৮, ২০০৯,২০১১, ২০১২ ও ২০১৩-তে এই পুরস্কার জিতেছিলেন তিনি৷ রিও অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার এবং ৪x১০০ মিটার রিলেতে সোনা জেতেন বোল্ট৷

Leave A Reply

Your email address will not be published.