জনগণকে সচেতন করতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের ভূমিকা অপরিসীম- রাজশাহী বিভাগীয় কমিশনার

0 ২০০

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহ্ এনডিসি বলেছেন, জনগণকে সচেতন করতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের ভূমিকা অপরিসীম। অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। ভোক্তার অধিকার আদায়ের জন্যই বিশ্ব সম্প্রদায় ভোক্তা অধিকার দিবস সৃষ্টি করেছে।

বুধবার (১৫ মার্চ) সকালে বিভাগীয় কমিশনার তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, আমরা নজর কাড়া বেশ কিছু উন্নয়ন সাধন করেছি, যা নিয়ে বিশ্বের দরবারে দেশবাসী আমরা গর্ব করি। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের দুর্বলতা রয়েছে। ভোক্তা হিসাবে আমাদের অধিকার সচেতনতার অভাব রয়েছে। এ সময় তিনি ভোক্তার অধিকার সুনিশ্চিত করার জন্য ভোক্তার মানসিকতা পরিবর্তনের উপর গুরুত্বারোপ করেন। তিনি ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য ভোক্তা ও ব্যবসায়ী উভয়কে স্মার্ট হওয়ার আহ্বান জানান।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিতে আলোচনা অনুষ্ঠানে আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সামসুন নাহার, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন প্রমুখ বক্তৃতা করেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিভাগীয় কমিশনার বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ এর উদ্বোধন করেন।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com