জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

0 ১,০১৯

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ধানমন্ডির ৩২ নম্বরের জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে সর্বোচ্চ আদালতের বিচারপতি ও কর্মকর্তাদের নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানান, ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনে ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি। এ সময় তার সঙ্গে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি।

এর অংশ হিসেবে গত ২৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট ভবনে ক্ষণগণনার ঘড়ি স্থাপন করেছে জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি। জন্মবার্ষিকী উপলক্ষে আজ (১৭ মার্চ) থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টে বছরব্যাপী নানা অনুষ্ঠান হবে।

১৭ মার্চ স্বাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনটিকে সামনে রেখে আজ (১৭ মার্চ) থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার।

Leave A Reply

Your email address will not be published.