জবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন

এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন হয়েছেন জুনায়েদ ও সাবাব আলম সানিদ। সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস সৃষ্টি। এছাড়াও এই কমিটিতে মৃত্তিকা সরকার সাংগঠনিক সম্পাদক, ফাতেমা মেঘলা কোষাধ্যক্ষ, আব্দুর রহমান দপ্তর সম্পাদক, আসমানী আশা শিক্ষা ও গবেষণা সম্পাদক, ভ.ই.মাও সৈকত প্রচার প্রকাশনা সম্পাদক, ব্রততি বিথু সাংস্কৃতিক সম্পাদক, আফসানা চাঁদনী সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে আছেন বিদায়ী কমিটির সভাপতি মিফতাহ আল ইহসান তূর্য ও মৃন্ময়ী অগ্নি আর্জু।
নব-নির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান নোবেল।