জমজমাট আয়োজনে সিডাব এর বনভোজন

0 ১,৪২৩

আলমগীর, বিনোদন : গত ১৭ তারিখে সিডাব এর বনভোজন এ তারকাদের অংশগ্রহণ ও নানা আয়োজনে জমজমাট হয়ে উঠেছে এই বনভোজন। ওমর সানী, জায়েদ খান, ইমন, বাপ্পি,সাইমন থেকে শুরু করে আরও অনেকেই এসেছেন এই আয়োজনে।
সিডাব এ প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করেছে বর্ণিল বনভোজনের।১৭ ফেব্রুয়ারি মেঘবাড়ি রিসোর্ট উলুখোলা নগরভেলা কালিগঞ্জের অনুষ্ঠিত হয়েছে এবারের বনভোজন। সকাল ৯টার মধ্যেই সবাই পৌঁছে গেছেন নির্দিষ্ট স্থানে।

দিনভর খেলাধুলা ছাড়াও জুটি বেঁধে চলচ্চিত্রের পুরনো আর নতুন গানের সঙ্গে নাচ পরিবেশন করেছেন চলচ্চিত্র তারকারা। বনভোজনে বাচ্চাদের জন্য রয়েছে নানা রকম খেলার আয়োজন।

বনভোজন সিডাব এর কমিটির সভাপতি এস আই ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মামুন সাধারন সম্পাদক কাজী মনির হোসেন ও বাংলাদেশ টেলিভিশন এর উপস্থাপিকা ঐশিকা‘চেষ্টা করেছে বিনোদনপূর্ণ একটি পিকনিক উপহার দিতে। তারকা সমাবেশ ছাড়াও এখানে আমাদের মিডিয়ার অনেকেই এসেছেন। সবার উপস্থিতিতে আমাদের এবারের বনভোজন সাফল্যমণ্ডিত হয়েছে ।

Leave A Reply

Your email address will not be published.