জাকির হোসেন রাজুর ‘ভালো থেকো’ ছবিতে তানিন সুবাহ

0 ১,১৫০

tanin আলমগীর,বিনোদন:‘মাটির পরী’ সিনেমা দিয়ে তানিনের বড় পর্দায় অভিষেক হলেও মূল স্বপ্নটা মনের মাঝে লুকায়িত ছিল। দীর্ঘ সময় পর তানিনের সেই স্বপ্নটা পূরন হচ্ছে। বিশিষ্ট চলচ্চিএ পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত এবং টাইগার মিডিয়া প্রযোজিত ‘ভালো থেকো’ ছবিতে অভিনয় করছেন তানিন সুবাহ। ইতিমধ্যে ছবিটিতে চুক্তিবন্ধ হয়েছেন তানিন সুবাহ। আনুষ্ঠানিকভাবে গত শনিবার শুটিংয়ের শিডিউল সহ মিটিং সম্পন্ন হয়েছে। এবং আজ থেকে ‘ভালো থেকো’ ছবির শূটিংয়ে অংশ নিচ্ছেন তানিন সুবাহ।

উওরার আপন ঘর শুটিং হাউসে থেকে একটানা শুটিং চলছে। এখানে কাজী হায়াত, আমজাদ হোসেন, আরফিন শুভ এবং তানহা তাশনিয়া’র সাথে শূটিংয়ে যোগ দিয়েছেন তানিন সুবাহ। জাকির হোসেন রাজুর ছবিতে অভিনয় প্রসঙ্গে তানিন সুবাহ বলেন, আমার প্রিয় পরিচালক শ্রদ্দেয় জাকির হোসেন রাজু স্যার। অনেক আগে থেকে স্বপ্ন দেখতাম, স্যারের ছবিতে অভিনয় করবো। আজ স্বপ্নটি পূরন হচ্ছে। এমন একটি বড় সুযোগ করে দেওয়ার জন্য রাজু স্যারের প্রতি কৃতগÍ আমি। আমার ভালোবাসার জগতটাই সিনেমাকে ঘিরে। তাই ভালো থেকো’ ছবিতে নিজের সবোর্চ্চ সাধনায় করে যাবো। পূর্ন মনোযোগে অভিনয় করে আমি রাজু স্যারের মন জয় করতে চাই।

Leave A Reply

Your email address will not be published.