জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দীন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও ইঞ্জিনিয়ার ইশরাখ হোসেন প্রমুখ।