শেরপুর(বগুড়া) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলে বগুড়ার শেরপুর সাহিত্যচক্র কর্তৃক আয়োজিত শেরপুরের বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজের হল রুমে গত(২৭ আগস্ট) শনিবার বিকেলে এক সাহিত্যসভা অনুষ্ঠিত হয়।
সভায় শেরপুরের প্রবীন কবি মুহম্মদ রহমতুল বারীর সভাপতিত্বে কবির জীবন ও কর্মের উপর আলোচনায় অংশ গ্রহন করেন লেখক ও শিাবিদ মিনতি কুমার রায়, কবি ও লেখক নূর মোহাম্মদ তালুকদার, সাহিত্য গবেষক ড. বেলাল হোসেন, কবি ও প্রাবন্ধিক হোসনে আরা মনি, প্রাবন্ধিক – অধ্য এস এম বেলাল হোসেন, কবি ও লেখক ডা. আমিরুল ইসলাম চৌধুরী দারা, শিানুরাগী ও সমাজসেবক শাহ জামাল সিরাজী, বগুড়ার পর্যটন ব্যাক্তিত্ব শহিদুল ইসলাম সাগর, সাকিল মাহমুদ প্রমুখ। এছাড়া অনেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা থেকে আবৃত্তি এবং স্বরচিত লেখা পাঠ করেন।