বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন-ইসি। আগামী বছরের জানুয়ারিতেই রাজধানীর এই দুই সিটিতে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইসির সচিব মো. আলমগীর।ব্রেকিংনিউজ
রবিবার (৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
মো. আলমগীর বলেন, ‘ঢাকার দুই সিটিতে জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। চলতি নভেম্বরের ১৮ তারিখের পর যেকোনও দিন এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। দুইটিতেই একই দিনে ইভিএম’র মাধ্যমে এ ভোটগ্রহণ করা হবে।
তবে চট্টগ্রাম সিটি করপোরেশেনের মেয়দ এখনও শেষ হয়নি তাই সেখানে নির্বাচনের এখনও কোন সিদ্ধান্ত হয় বলেও সচিব জানান।
আইনি জটিলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘কোনও আইনি জটিলতা নেই। আমরা তা দেখছি না।’
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.