‘জান্নাত’ চারদিনে

0 ১,৬৯৪
আলমগীর,বিনোদন :

রোববার সকাল থেকে শুরু হয়েছে বিএফডিসিতে‘জান্নাত’-এর শেষ অংশের শুটিং। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে আছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি।

সাইমন বলেন, ‘আমার অংশের মোট চারদিনের শুটিং বাকি ছিল, সেটাই এখন করছি।

ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে মাহির শুটিং পর্ব। বর্তমানে অন্য একটি সিনেমার চিত্রায়নে লন্ডনে আছেন এ নায়িকা।

এদিকে পরিচালক মানিক বলেন, ‘এ পর্বের শুটিং করলে সব শুটিং শেষ হয়ে যাবে। বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। কবে মুক্তি দেব সেই সিদ্ধান্ত নেব রমজানের পর।’

‘জান্নাত’-এ ইফতেখার চরিত্রে অভিনয় করছেন সাইমন ও মাহির নাম জান্নাত। এতে মাহি ও সাইমন দুজনেই ধর্মপরায়ণ হিসেবে দেখা যাবে। মাজারের খাদেম হিসেবে আছেন আলীরাজ।

সুদীপ্ত সাইদ খানের কাহিনীতে ছবিটির সংলাপ লিখেছেন আসাদ জামান। প্রযোজনা করেছে এসএস মাল্টিমিডিয়া।

বছর তিনেক আগে ‘পোড়ামন’-এর জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান মাহি ও সাইমন। সিনেমাটি ব্যবসাসফল হয়। ‘জান্নাত’ ছাড়াও এ জুটির হাতে আছে ‘গোলাপতলীর কাজল’।

Leave A Reply

Your email address will not be published.