জামায়াত ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি : ফখরুল

0 ১,৪০০

fakhrulবিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এমাজউদ্দীন আহমদ জামায়াত ছাড়ার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘জামায়াত ছাড়ার ব্যাপারে ২০ দলীয় জোটে নীতিগত কোনো আলোচনা কিংবা সিদ্ধান্ত হয়নি। আমরা জাতীয় ঐক্যের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছি। এর অগগ্রতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশের বিরোধী দল, রাজনৈতিকভাবে না হলেও দেশের বিরোধী দল বেগম খালেদা জিয়ার দল বিএনপি। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, ২০ দলের মধ্যে অন্ততপক্ষে এই দলটিকে আর ওইভাবে রাখার কোনো প্রয়োজন নেই। তিনি বুঝতে পেরেছেন, ওই দলটিকে রাখলে যে লায়াবিলিটি আসে সেটা তিনি বহন করতে চান না। সুতরাং এই দিক থেকে দেখলে প্রতিবন্ধকতা (জাতীয় ঐক্যের ক্ষেত্রে) নেই।’

জামায়াতকে নিয়ে ড. এমাজউদ্দীন আহমদের ওই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা তার ব্যক্তিগত মতামত।’

Leave A Reply

Your email address will not be published.