জার্মানিতে জিতলেন দারুভালা
খেলাধুলা ডেস্ক : গতির দূনিয়ায় ইতিহাস ভারতীয়র৷ সৌজন্যে মুম্বইকর জেহান দারুভালা৷ রবিবার নুরেমবার্গে এফআইএ ফমূর্লা থ্রি ইউরোপিয়ান রেসে কর্লিন দলের এই ভারতীয় ড্রাইভার কেরিয়ারের প্রথম জয় পেলেন৷ এই রেস জয়ের পর ১০৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নশিপ টেবলে পাঁচ নম্বরে স্থানে তিনি৷
প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব গড়লেন জেহান৷ এই রেস তিনি শুরু করেছিলেন দ্বিতীয় স্থান থেকে৷ প্রথম ল্যাপ থেকেই তিনি রেসে লিড নেন৷ শেষ পর্যন্ত জার্মান ড্রাইভার ম্যাক্সিমিলিয়ান গানটারের থেকে মাত্র ০.৪৫৮ সেকেন্ডের ব্যবধানে রেস জিতে নেন৷ রেস জেতার পর তিনি বলেন,‘জয় পেতে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে৷ তবে আমি জানতাম জিতবই৷ তাই এই জয় পেয়ে ভালো লাগছে৷’ অন্যদিকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রথম এফ ওয়ান চালক নারায়ন কার্তিকায়ন৷