জার্মানিতে বাস-লরির সংঘর্ষে নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির বাভারিয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি লরির সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। সোমবার এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় পত্রিকা ফ্র্যাঙ্কেনপোস্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।
ফ্র্যাঙ্কেনপোস্ট এই নিউজের সূত্র উল্লেখ করেনি এবং পুলিশও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
তবে পুলিশের একজন মুখপাত্র এন-টিভিকে বলেছেন ১৭ জনের মতো লোক নিহত হয়েছেন।
এক টুইটার বার্তায় পুলিশ দুর্ঘটনায় ৩১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে দুর্ঘটনার সময় বাসটিতে ৪৮ জন যাত্রী ছিল।