জার্মানির কাছে হার ভারতের
খেলাধুলা ডেস্ক : বিশ্ব হকি লিগ ফাইনালে হতাশাজনক পারফরম্যান্স ভারতের৷ এবার জার্মানির কাছে হারল ভারতীয় পুরুষ হকি দল৷ পুল বি-এর শেষ ম্যাচে জার্মানির কাছে ০-২ হারল ভারত৷ ফলে মাত্র এক পয়েন্ট নিয়ে পুল বি শেষ পজিশনে থেকে লড়াই শেষ করল ‘মেন ইন ব্লু’৷ লিগের অন্য দুটি ম্যাচে একটি ড্র ও একটি হার ভারতের৷
পেনাল্টি কর্নার থেকে ১৭ মিনিটে জার্মানির হয়ে ভারতের জালে বল জড়ান জার্মান অধিনায়ক মার্টিন৷ তিন মিনিটের ব্যবধানে ফের ডি বক্স থেকে গোল করে জার্মানিকে ২-০ লিড দেন ম্যাটস৷ দ্বিতীয় গোলের ক্ষেত্রে ভাগ্যদেবীর সাহায্য পান জার্মান ব্রিগেড৷ ম্যাটসের শট লাকরার স্টিকে লেগে দিশা পাল্টে ভারতের জালে ঢুকে যায়৷
গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে সাত পয়েন্ট নিয়ে পুলে শীর্ষস্থানে শেষ করল ২০১৬ রিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী জার্মানি৷ অন্যদিকে এদিনের এই লড়াই ছিল হকিতে ভারত-জার্মানির মধ্যে পঞ্চাশতম আন্তর্জাতিক ম্যাচ৷
অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র করেছে ইংল্যান্ড৷