জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

0 ৫৫৮

রাজনীতি ডেস্ক: আগামীকাল ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

১৯৭২ সালের এই দিনে মেজর (অব.) এম এ জলিল ও আ স ম আব্দুর রবের নেতৃত্বে জাসদের যাত্রা শুরু হয়। পরে জাসদ ভেঙে আ স ম আব্দুর রবের নেতৃত্বে জেএসডি গঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদের বর্তমান সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে দেশবাসী ও জাসদের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়া প্রতিষ্ঠাবর্ষিকী পালনে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে– ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান।

Leave A Reply

Your email address will not be published.