জুনিয়র আর্টিস্ট থেকে বড় পর্দায় ফেরার অভিজ্ঞতা জানালেন প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক : চ্যাম্প ছবিটির মুখ্য ভূমিকায় রয়েছে দেব আর রুক্মিনী। কিন্তু সেই ছবিতে স্পেশাল অ্যাপিয়ারেন্সে রয়েছেন যে প্রিয়াকা, সেকথা বোধহয় যাঁরা চ্যাম্প দেখেছেন তাঁরা জানেন এতদিনে।
কিন্তু প্রিয়াঙ্কার চরিত্রটা ঠিক কি তা জানেন? প্রিয়াঙ্কা এই ছবিতে চিরঞ্জিত অর্থাৎ (দেবের বক্সিং ট্রেনার বুড়ো দা)র বোন। তাঁকে এখানে একেবারে বোল্ড লুকে সাজানো হয়েছে। চোখে লেন্স, কালার করা স্টাইলিশ চুল, সারাদিন মেক আপ করে থাকা এক সুন্দরী মহিলা। যার ইচ্ছে সিনেমার হিরোইন হবে, ।কিন্তু এই ইন্ডাস্ট্রি তাকে একজন জুনিয়ার আর্টিস্ট হিসেবেই কাজ দেয়। বার বার চেষ্টা করেও ব্যর্থ হয় সে। একসময় দেব আসে তাদের বাড়িতে। বক্সিং-এ জিতে অনেক নাম করে দেব ওরফে শিবাজী। দেবের প্রেমে পড়ে যায় প্রিয়াঙ্কা, কিন্তু সেখানেও ব্যর্থ হয় সে। কারণ দেব প্রেমে পড়ে রুক্মিনী ওরফে জয়ার।
অবশেষে দেব প্রিয়ঙ্কাকে বড় পর্দায় আসতে সাহায্য করে। বড় পর্দায় কাজ পেলেও শিবাজী কে না পাওয়ার কষ্টটা থেকেই যায় তাঁর। এই ভাবেই এগিয়ে যায় তাঁর জীবন।