‘জোকার’কে হারিয়ে এক নম্বরেই মারে
খেলাধুলা ডেস্ক : নোভাক জকোভিচকে হারিয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস খেতাব জিতল অ্যান্ডি মারে৷ সেই সঙ্গে বিশ্বের এক নম্বর হয়ে বছর শেষ করবেন স্কটিশ টেনিস তারকা৷ রবিবার লন্ডনে জোকার’কে স্ট্রেট গেমে (৬-৩,৬-৪) হারান মারে৷
টানা ১২২ সপ্তাহ বিশ্বের এক নম্বর থাকার পর মারের কাছে শীর্ষস্থান হারান জকোভিচ৷ তার পর প্রথমবার মারের সঙ্গে সাক্ষাতে হার মানলেন জোকার৷ ফলে বিশ্বের ১৭ নম্বর খেলোয়াড় হিসেবে এক নম্বর হয়ে বছর শেষ করবেন মারে৷ জোকারকে হারিয়ে মারে বলেন, ‘এই জয়টা আমার কাছে ভীষণ আনন্দের৷ বিশ্বের এক নম্বর হিসেবে বছর শেষ করাটা সব সময়ই স্পেশাল৷’ জকোভিচ বলেন, ‘আমি শেষ দিকে ম্যাচে ফিরেছি৷ যা যথেষ্ট ছিল না৷ অ্যান্ডি বিশ্বের এক নম্বর৷ এই জয়টা ওর প্রাপ্য৷