জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধি: শনিবার ঝুনাগাছ চাপানী চাষী ক্লাব হলরুমে বাংলাদেশ আল্ট্রা- পভার্টি ইনিশিয়েটিভ প্রজেক্ট (নিউ পিস) এর আয়োজনে ইউপি চেয়ারম্যান, সচিব, সদস্যদের নিয়ে কুষ্ঠ ফাইলেরিয়া রোগীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রাক্তন শিক্ষক মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ঝুনাগাছ চাপানী চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান, বিশেষ অতিথি ইউপি সচিব সুবাস চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা রানী, বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ সাইদুল ইসলাম, অম্বর চিসিম প্রজেক্ট ম্যানেজার লেপ্রসি মিশন স্নাল ইন্টারন্যাশনাল নীলফামারী, উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম রাব্বানী বাবু সহকারী শিক্ষক হাজী জহরতু উচ্চ বিদ্যালয় সোনাখুলি , রবিন পার্সোনাল এডভাইজার লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল নীলফামারী, ডিমলা কুষ্ঠ সাধারণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সম্পাদক মমিনুর রহমান,সাংবাদিক এন আই মানিক প্রমুখ।