টাঙ্গাইলে ট্রাক চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

0 ১,৫০৮

tangail_মু.জোবায়েদ মল্লিক বুলবুল, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর বাদ্যকরপাড়া নামক স্থানে সোমবার(৮ আগস্ট) সকালে মাটির ট্রাকের চাপায় অয়ন সরকার মান্না(৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অয়ন সরকার থলপাড়া (বৈলানপুর) গ্রামের হরিদাস সরকারের ছেলে এবং ফতেপুর বাদ্যকরপাড়া ব্রাক স্কুলের প্রি-প্রাইমারির ছাত্র। সকালে অয়ন তার দাদির সঙ্গে স্কুলে যাচ্ছিল।
এলাকাবাসী জানায়, কতিপয় ব্যক্তি বংশাই নদীর থলপাড়া নামকস্থানে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে ট্রাক দিয়ে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে সরবরাহ করছিলেন। গ্রামের কাঁচা রাস্তা বিনষ্ট করে মাটির ট্রাক চলাচলে এলাকাবাসী বাধা উপেক্ষা করে ভয়ভীতি দেখিয়ে তারা ট্রাক দিয়ে মাটি বহন করে থাকেন। একইভাবে সোমবার(৮ আগস্ট) তারা ট্রাক দিয়ে মাটি বহন করার সময় ওই স্থানে শিশুটিকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার এসআই শফিকুল আলম জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে।

টাঙ্গাইলে বিউবো কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
mail.google.comমু.জোবায়েদ মল্লিক বুলবুল, টাঙ্গাইল : টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিউবো কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ডের রাজশাহী, রংপুর, কুমিল্লা ও  চট্রগ্রাম অঞ্চল নিয়ে গঠিত কোম্পানী বাতিলের দাবিতে সোমবার(৮ আগস্ট) সকালে ময়মনসিংহ রোডের পিডিবি অফিসের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় টাঙ্গাইল পিডিবি’র বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর  নির্বাহী  প্রকৌশলী সাহাগীর হোসেন, শ্রমিক নেতা আব্দুল লতিফ, লিজু খান, রফিকুল ইসলাম, আব্দুল রশিদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে বন্যার কারণে ৪৩৬ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
মু.জোবায়েদ মল্লিক বুলবুল, টাঙ্গাইল : টাঙ্গাইলের ১২টি উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানি ঢুকে পড়ায় জেলার ৪৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অন্যদিকে, গত ২ আগস্ট কোন কোন প্রতিষ্ঠানে পরীক্ষা শুরু হলেও বন্যা কবলিত প্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার বাইরে রাখা হয়েছে। ফলে দুশ্চিন্তায় রয়েছে বন্যা কবলিত প্রতিষ্ঠানগুলো কর্তৃপক্ষ। ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
টাঙ্গাইল জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ১২টি উপজেলার মধ্যে ৮টি উপজেলার হাইস্কুল, মাদ্রাসা ও কলেজসহ  ১৪৭ টি প্রতিষ্ঠান বন্যার কারণে বন্ধ রয়েছে। এর মধ্যে নাগরপুরে ৬৪টি, ভূঞাপুরে ২২টি, সদর ২৪টি, বাসাইলে ৪টি, সখীপুরে ১টি, মির্জাপুর ৪টি, দেলদুয়ারে ১২টি, কালিহাতীতে ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ।
টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার শফী উল্লাহ জানান, বন্যায় টাঙ্গাইলের ১৪৭ টি উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান রয়েছে। বন্যাকবলিত শিক্ষা প্রতিষ্ঠাগুলোর তালিকা মন্ত্রাণালয়ে পাঠানো হয়েছে। বন্যাকবলিত শিক্ষা প্রতিষ্ঠাগুলো যতদ্রুত খোলা যায় এ ব্যাপারে তারা কাজ করছেন।
অপরদিকে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে ৮টি উপজেলার ২৮৯টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে। এরমধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৬৫, দেলদুয়ারে ৫১, ভূঞাপুরে ৫৪, নাগরপুরে ১৬, কালিহাতীতে ২৬, বাসাইলে ৮, মির্জাপুরে ৩, গোপালপুরে ২ টি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান জানান, বন্যার পানি কমতে শুরু করেছে। দ্রুতই বন্যা কবলিত ২৮৯ টি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চালু করা হবে। যে সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সেকল প্রতিষ্ঠানের তালিকা মন্ত্রাণালয়ে পাঠানো হয়েছে। যেসব স্কুলে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি সেগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.