টি-টোয়েন্টি ছাড়ছেন মাশরাফি: পাপন
খেলাধুলা ডেস্ক : টি-টোয়েন্টি থেকে অবসর নেবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সংক্ষিপ্ত পরিসরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন টিভি চ্যানেলকে এমন ইঙ্গিত দিয়েছেন।
পাপন জানান, নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার পর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মাশরাফি।
শেষ টি২০ ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মাশরাফি। আগামী দেড় থেকে দুই মাস মাঠের বাইরে থাকতে হবে এ ডান-হাতি পেসারকে।