টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করলে নবগঠিত জেলা আওয়ামী লীগ

0 ৩৮৭

সোহেল রানা, নাটোর প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করলো নবগঠিত নাটোর জেলা আওয়ামী লীগ । শুক্রবার সকালে ওই শ্রদ্ধা জানানো হয়।
নবগঠিত জেলা আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায় জানান,সম্প্রতি জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি পাশ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে টুঙ্গিপাড়ায় যাত্রা করেন তারা। শুক্রবার সকালে কমিটির নেতৃবৃন্দ ওই সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জাতীর পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ,সদস্য ও দেশের মুক্তিযুদ্ধে নিহতদের আত্নার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাদেরআত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
ওই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সহ সভাপতি ও আইসিটি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এবং জেলা আওয়ামী লীগের সদস্য ও নাটোর-নওগাঁর সংরক্ষিত আসনের এমপি রত্না আহমেদ সহ কমিটির নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.