ট্রাফিক আইন লঙ্ঘন, রাজধানীতে একদিনে ২১ লাখ টাকার মামলা
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একদিনে ৫ হাজার ৫৫টি মামলা ও ২১ লাখ ৮৮ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ১টি গাড়ি ডাম্পিং ও ৭০১টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) দিন ও রাতে ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ২১৮টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৬টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৭২৮টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৭টি গাড়ির বিরুদ্ধে মামলা।
এছাড়াও ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৬২১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯৮টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সাথে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৪১টি ভিডিও মামলা ও ১৪টি সরাসরি মামলা করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।