টয়া…এখন

0 ১,০৭২

বিনোদন ডেস্ক : ‘আমি একটি টেলিছবির কাজে এই মাসের মাঝামাঝি সময়ে আইসল্যান্ড যাচ্ছে।

ছোটপর্দার অনেকেই বড়পর্দায় যুক্ত হচ্ছেন। এ নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে টয়া বলেন, ‘এ বছরেই চলচ্চিত্রে কাজ করবো। এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। ফাইনাল না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি, এবছরের মধ্যে সিনেমায় কাজ করবো।’

টয়া এখন বেশ কয়েকটি ধারাবহিক নাটকে কাজ করছেন। এরমধ্যে বাংলাভিশনে চলছে ‘ছন্নছাড়া’। দ্রুতই আসছে ‘বারো ঘরের এক উঠান’। কাজ করেছেন পাঁচ পর্বের নাটক ‘দেশি মুরগী’তে। আগামী মাসে এটি প্রচারিত হবে। দুটি খন্ড নাটকেও অভিনয় করেছেন। এগুলো হচ্ছে ‘তোমার আমার গল্প’ ও ‘জার্নি বাই ম্যারিড’।আইসল্যান্ড থেকে ফিরে আরো কিছু নতুন নাটকে যুক্ত হবে বলে ঢাকাটাইমসকে জানালেন টয়া।

Leave A Reply

Your email address will not be published.