ডিজিটাল স্বাস্থ্য সেবা চালু হওয়য় সিংড়াবাসী ঘরে বসে উন্নত চিকিৎসা সেবা নিতে পারছে- পলক 

0 ১১৮

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল স্বাস্থ্য সেবা চালু হওযায় সিংড়াবাসী ঘরে বসে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিতে পারছে।

এছাড়া করোনাকালীন সময়ে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলি মেডিসিন ব্যবস্থা চালু করায় এর মাধ্যমে প্রায় ১৫ হাজার মানুষ চিকিৎসাসেবা নিয়েছে।” প্রতিমন্ত্রী শুক্রবার ৩২লাখ ২৯ হাজার ৮৪৯ টাকা ব্যায়ে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত সম্মেলন কক্ষের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় এসব কথা বলেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আল ইমরানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল হকসহ সংশ্লিষ্টরা।

এর আগে মন্ত্রী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ মাহমুদা খাতুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের উপস্থিতিতে ৩০ লাখ ৩৯ হাজার ৯৭১ টাকা ব্যায়ে উপজেলা পরিবার পরিকল্পনা স্টোর ভবনের উর্দ্ধমুখি সম্প্রসারিত দ্বি-তল ভবনের উদ্বোধন এবং নিজ বাসভবনে বিভিন্ন সমস্যা নিয়ে আগত উপজেলাবাসির সমস্যার সমাধান করেন।

Leave A Reply

Your email address will not be published.