ডিপজলের ‘পাথরের মন’।পপি
আলমগীর,বিনোদন :
মনোয়ার হোসেন ডিপজল ও সাদিকা পারভীন পপি ফিল্মি ক্যারিয়ারে লম্বা সময় পার করেছেন । অল্প কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এবার জনপ্রিয় খলনায়কের প্রযোজনায় অভিনয় করতে যাচ্ছেন ‘কুলি’ নায়িকা।
সিনেমাটির নাম ‘পাথরের মন’। পরিচালনা করবেন ছটকু আহমেদ।
মাঝে কয়েক মাস অসুস্থতাজনিত কারণে শুটিং থেকে বিরতি নেন ডিপজল। সুস্থ হতেই সিনেমাটির ঘোষণা দেন। ইতোমধ্যে ডিপজলের পাশাপাশি নায়ক হিসেবে চূড়ান্ত হয়েছেন সাইমন সাদিক। তার বিপরীতেই ভাবা হচ্ছে পপিকে।
পরিচালক ছটকু আহমেদ জানালেন, সাইমন চূড়ান্ত হলেও পপি এখনো চুক্তিবদ্ধ হননি। কয়েকদিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে।
তিনি আরো জানালেন, শিগগিরই শুরু হবে ‘পাথরের মন’-এর গান রেকর্ডিং। মার্চের শেষ দিকে শুটিং ফ্লোরে যাবে সিনেমাটি।
এদিকে অনেকদিন সিনেমার জন্য ক্যামেরার জন্য দাঁড়াননি পপি। মাঝে বেশ কয়েকটি সিনেমার ঘোষণা এলেও শুটিং ফ্লোর অবধি যায়নি।
পপিকে সর্বশেষ দেখা যায় ২০১৭ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সোনাবন্ধু’ সিনেমায়। বিপরীতে ছিলেন ডি এ তায়েব।
ডিপজলকে অক্টোবরে দেখা গেছে মৌসুমীর বিপরীতে ‘দুলাভাই জিন্দাবাদ’-এ। এছাড়া তার অসমাপ্ত সিনেমার মধ্যে রয়েছে ‘এক কোটি টাকা’।