ডিপজলের বাসায় হঠাৎ পুলিশের হানা, ভেতরে চিত্রনায়িকা রেসি!
বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গত দুই দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করছেন। রুপালি পর্দার দীর্ঘ ক্যারিয়ারে নেতিবাচক চরিত্রে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। উপহার দিয়েছেন একাধিক সফল ছবি। সেই ডিপজলের বাসায় কিনা পুলিশের হানা! ভেতরে আবার পাওয়া গেল চিত্রনায়িকা রেসিকে।
হঠাৎ কী ঘটলো! ঘটনা আর কিছু নয়- গেল সোমবার থেকে ডিপজলের শুটিং বাড়ি হিসেবে পরিচিত সাভারের ‘দিপু ভিলা’য় চলছে ‘ইয়েস ম্যাডাম’ ছবির শুটিং। ছবিটিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা, চিত্রনায়িকা কেয়া ও তানহা মৌমাছি। তাদের সঙ্গে আছেন রেসি।
গেল ২২ ডিসেম্বর থেকে ‘দিপু ভিলা’য় ছবিটির শুটিং চলছে। সেখানে ছবির চিত্রনাট্য অনুযায়ী সেট করা হয়েছে পুলিশের বিভিন্ন ধরনের অভিযান।
মৌলিক গল্পে নির্মিত ছবিটিতে তিনজন মেয়ের সাহসিকতা তুলে ধরা হয়েছে। তারকাবহুল এ ছবি নির্মাণ করছেন রকিবুল আলম রকিব।