‘ডেঞ্জার জোন’ছবিতে এই প্রথম বাপ্পী-জলি

0 ১,১৪৪

আলমগীর,বিনোদন :
এবারই প্রথম তারা পরস্পরের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন। তবে জাজের ব্যানারে নয়। মঙ্গলবার সন্ধ্যায় হয়ে গেল ‘ডেঞ্জার জোন’ নামের সিনেমাটির মহরত।

এ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক হবে বেলাল সানির। থ্রিলারধর্মী কাহিনীতে নির্মিত হবে ‘ডেঞ্জার জোন’। নির্মাতা জানালেন, সিনেমাটিতে থাকবে এনিমেশনের জাদু।

‘ডেঞ্জার জোন’ প্রসঙ্গে জলি বলেন, ‘জাজের বাইরে প্রথমবারের মতো কাজ করলেও সেখান থেকে বের হইনি। আগামীতে তাদের ছবিতেও কাজ করব। বাপ্পীর সঙ্গে জুটি বেঁধে প্রথমবার কাজ করতে যাচ্ছি। আমাদের জুটি সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করি।’

বাপ্পী জানান, ছবিটির গল্প তার দারুণ পছন্দ হয়েছে। এতে অনেক চমক থাকছে। আশা করছেন, গুছিয়ে সিনেমাটি নির্মাণ করতে পারবেন বেলাল সানি।

‘ডেঞ্জার জোন’ নির্মিত হচ্ছে সাকসেস মাল্টিমিডিয়ার ব্যানারে। শিগগিরই শুরু হবে চিত্রায়ন।

Leave A Reply

Your email address will not be published.