তোজাম্মেল হোনে মঞ্জু, ডোমার-নীলফামারী : নীলফামারী জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের দালান গঞ্জ শান্তি নগর গ্রামের এক সন্তানের জননী (৩৫) কে গত ৬ এপ্রিল রাত আনুমানিক ১ টার দিকে এলাকার ৫ ব্যক্তি তার বাড়ীতে গিয়ে ডাকদিলে উক্ত মহিলা দরজা খোলার সঙ্গে সঙ্গে তার মুখ বেধে তুলে নিয়ে গিয়ে পাশ্ববতি খোলা মাঠে গণ ধর্ষন করে রেখে পালিয়ে যায়।
মামলা সুত্রে জানা গেছে, তার স্বামী ঢাকা চাকুরী করার কারনে একাই সে তার নিজ বাড়ীতে থাকতো। সেই সুত্রে ধরে ধর্ষিতা গত ১৫ এপ্রিল ডোমার থানায় সত্তেন, আতাউর, ফরিদুল, বাবুল ও রহমানকে আসামি করে ২০০৭/৯ (৩) ৪৫৭ নারী ও শিশু দন্ধবিধি অইনে একটি মামলা দায়ের করে যাহার মামলা নং-৯। উক্ত মামলার তদন্তকারি কর্মকতা চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ ফজলুর রহমান গতকাল গোপন সংবাদের ভিত্ততে এ এস আই হাসিবুল সহ এক অভিযানে রাত আনুমানিক ১১ দিকে ধর্ষনকারী মামলার আসামী দালাল গঞ্জ খাল পাড়া এলাকা মৃত: আছিউদ্দিন (ধপ্পার) পুত্র আব্দুর রহমান (৩৬) কে পাশ্ববর্তী ডিমলা এলাকা থেকে গ্রেফতার করে । উক্ত মামলার ৪ জন আসামী পলাতক রয়েছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Next Post