ড্রিম আইয়ের বধু তুমি কার

0 ১,৬৪৯

14011993_1574926272803638_1648825351_nআলমগীর,বিনোদন :
ছেলেকে বিয়ে করাতে গিয়ে নিজেই বিয়ে করে ফেললেন সাদেক বাচ্চু।সম্প্রতি পরিবারের সবাইকে অবাক করে দিয়ে বউ নিয়ে হটাত বাসায় হাজির হলেন বাংলার কিংবদন্তী অভিনেতা সাদেক বাচ্চু। ছেলেকে নিয়ে বিয়ের জন্য রওয়ানা দিলে মাঝপথে বিয়ের পাত্র পালিয়ে যায় তাই কোন উপায় না পেয়ে মেয়ের বাবাকে দেয়া কথা রাখতে নিজেই বিয়ে করে ফেললেন এমনটাই ধারনা করেছেন পরিবারের সবাই।অবশেষে জানা গেল এই বউ তারই ছেলের প্রেমিকা ।
তাই ছেলেকে উপযুক্ত শিক্ষা দেয়ার জন্যই মিথ্যা অভিনয়ের আশ্রই নিয়েছেন তিনি। এমনই এক হাস্যরসের গল্প নিয়ে মঈন খান রূপির রচনা ও পরিচালনায় নাট্য নির্মাতা প্রতিস্ঠান ড্রিম আই আসন্ন ঈদ উপলক্ষে নির্মান করেছেন বিশেষ ধারাবাহিক নাটক “বধু তুমি কার” আসছে ঈদে এটি একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছেন প্রতিস্ঠানটির কর্নধার আদিত্য রহমান।কমেডি নির্ভর এই নাটকে আরো অভিনয় করেছেন জয়রাজ,তুষার মাহমুদ,প্রকৃতি,মনিষা,আমানুল হক হেলাল,শেখ মাহাবুবুর রহমান এবং আরো অনেকে। উল্লেখ্য কিংবদন্তী অভিনেতা সাদেক বাচ্চুর দীর্ঘ ক্যারিয়ারে এটা ২য় স্বল্প ধারাবাহিক নাটক
এর আগে গেল ঈদে তার প্রথম ধারাবাহিক ডিজিটাল ফকির ও ড্রিম আই এর ব্যানারে নির্মিত হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.