ঢাকায় যেন কেউ ‘ঢুকতে বের হতে’ না পারে: নির্দেশ আইজিপির

0 ৩৮০

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: করোনা ভাইরাসের মহামারি নিয়ন্ত্রণে চলমান অঘোষিত লকডাউনের মধ্যে জরুরি সেবার সঙ্গে নিয়োজিতরা ছাড়া রাজধানী ঢাকায় বাইরে থেকে কেউ যেন ঢুকতে না পারে এবং ঢাকা থেকেও কেউ যেন বাইরে বের হতে না পারে সে ব্যাপারে কঠোর হতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রেকিংনিউজ

তিনি বলেন, ‘করোনা ভাইরাসের মধ্যে ঢাকার বাইরে থেকে ছুটে আসা শ্রমিকসহ সাধারণ মানুষ যেন ঢাকায় প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আইজিপির নির্দেশ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে।’

করেনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সকলের সহযোগিতা কামনা করে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘সকল ধরনের মুভমেন্ট বন্ধ আছে। কেউ ঢাকার বাইরে যেতে পারবেন না, ঢাকায় ঢুকতে পারবেন না।’

আইজিপির নির্দেশনার বরাত দিয়ে তিনি বলেন, ‘যে যেখানে আছেন সেখানে অবস্থান করবেন, কোথাও সমবেত হতে পারবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। স্বাস্থ্য সুরক্ষা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।’

তবে একান্ত জরুরি প্রয়োজন থাকলে তার বা তাদের বিষয়টি শিথিলযোগ্য হতে পারে বলেও জানান পুলিশ সদর দফতরের এই কর্মকর্তা।

Leave A Reply

Your email address will not be published.