ঢাকা পরিচ্ছন্ন করতে পথে নামছেন তারকারা

0 ৭৮১

বিনোদন অনলাইন ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হচ্ছে ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা,’ ক্যাম্পেইন। আর এতে মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ডাকে সাড়া দিয়ে যোগ দিচ্ছেন এক ঝাঁক চলচ্চিত্র ও টেলিভিশন তারকা।
ডেটলের পৃষ্ঠপোষকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এর উদ্যোগে ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা,’ প্রতীকী পরিচ্ছন্ন কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ই এপ্রিল শুক্রবার সকালে চৈত্র সংক্রান্তিতে।
পরিচ্ছন্নতার ব্রত নিয়ে মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন মোড়ে সমবেত হবেন ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা।

সকাল ৭টায় এই ক্যাম্পেইনের অংশগ্রহণকারীদের নিবন্ধন শুরু হবে। এজন্য অংশগ্রহণকারীরা নগর ভবনে জড়ো হবেন।
উল্লেখ্য, এই নিবন্ধনের জন্য কোনো ধরনের ফি নেই। সাধারণ নাগরিকদের সঙ্গে এই ক্যাম্পেইনে যোগ দিচ্ছেন চিত্র নায়ক ফারুক, চিত্র নায়িকা মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, নাবিলা, চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা, অভিনেতা অপূর্ব, সঙ্গীত শিল্পী নকিব খান, ফকির আলমগীর, বাপ্পা মজুমদার, অভিনেতা ডিএ তায়েব, মডেল ও অভিনেত্রী দোয়েল ম্যাশ, অভিনেত্রী আইরিন আফরোজ, টিভি উপস্থাপিকা মারিয়া নূর, মাহজাবিন রিনতি, অভিনেত্রী ভাবনা প্রমুখ। ব্রেকিংনিউজ/

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com