তানিন ও বাপ্পীর সঙ্গে এই প্রথম
আলমগীর,বিনোদন :
তানিন সুবাহ এই সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী সাথে। বুধবার থেকে ‘প্রেমের বাঁধন’ সিনেমার শুটিং করেছেন। তার বিপরীতে আছেন মাহিয়া মাহি ও তানিন সুবাহ। মাহি এর আগেও বাপ্পীর সঙ্গে জুটি হয়েছেন। আর প্রথমবারের মতো এ নায়ককে সঙ্গ দিচ্ছেন তানিন।
রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে ছবিটির শুটিং চলছে। ‘প্রেমের বাধঁন’ প্রসঙ্গে তানিন বলেন, ‘এিভুজ প্রেমের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। বাপ্পী ভাইয়ের সাথে প্রথম অভিনয় করছি। এখানে আমি একটি স্বনামধন্য পরিবার মেয়ে। দেখা যাবে ব্যারিস্টারি পড়াশোনা শেষ করে মেয়েটি এসেছে মিডিয়াতে কাজ করতে।’
এদিকে নির্মাতা গাজী জাহাঙ্গীর বলেন, ‘খুব ভালোভাবেই ছবির শুটিং করছি। সবকিছুই ঠিকভাবে চলছে। আশা করছি দর্শকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।’
‘প্রেমের বাঁধন’-এ আরো অভিনয় করছেন কাজী হায়াৎ, ডি জে সোহেল ও কাবিলা। পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন গাজী জাহাঙ্গীর।