মনিরুজ্জামান মনি, তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার চাকুরীজনিত কারনে বিদায় নেওয়া উপজলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর বিদায় সংবর্ধনা আজ দুপুর ১২টার দিকে তানোর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তানোর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, মানবতার ফেরিওয়ালা তানোর থেকে সদ্য নওগাঁ জেলার রানীনগর উপজেলা বদলী হওয়া নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,তানোর পৌরসভার মেয়র ইমরুল হক , মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, তানোর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল সরকার পাপুল,মুক্তিযোদ্ধা আঃ আজিজ, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজেন কর্মকার,মুন্ডুমালা পৌরসভার সচিব আবুল হোসেন, বাঁধাইড ইউপি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আরিফুজ্জামান বাচ্চু,কলমা ইউপি সদস্য শরিফুল ইসলাম,ছাত্রলীগ নেতা মানারুল ইসলাম,অপূর্ব ঘোষ,সজল আহম্মেদ মাহাবুর রহমান প্রমুখ।
সংবর্ধনা শেষে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর উত্তরোউওর মঙ্গলকামনা ও দার্ঘীয়ু কামনা করা হয়।