তানোর (রাজশাহী) প্রতিনিধি : ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এ প্রতিপাদ্বকে সামনে রেখে তানোর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় তানোর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী। তানোর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শ্রীমতি বন্দনা রানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, তানোর উপজেলা যুব উন্নয়ন অফিসার সাদিকুজ্জামান, তানোর উপজেলা মৎস্য অফিসার আরাফাত সিদ্দিকি, তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল লতিফ, তানোর উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোখলেছুর রহমান, তানোর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুনসহ বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।