তানোরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৭

0 ১৮১
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ সাতজনকে আটক করেছে তানোর থানা পুলিশের বিশেষ একটি দল।
গোপন সুত্রের ভিত্তিতে  বৃহস্পতিবার রাতে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘ দিনের লাল কালির মুলতবী গ্রেফতারী পরোয়ানা সাজাভুক্ত চারজন আসামীকে গ্রেফতার করা হয়।
এছাড়াও তানোর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা মূলে আরো তিনজন আসামীকে গ্রেফতার করা হয়। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আসামীরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আত্নগোপন করে আসছিলো, গোপন সংবাদের ভিত্তি বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।তিনি জানান, এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.